ছড়ার ছন্দে : ভয় : সুজাতা চ্যাটার্জী




কারা কারা ভয় পায়, কীসে কীসে, জানো কি?
ভয় পাওয়া ভালো নয়, সে কথাটা মানো কি?

বেড়ালটা ভয় পায় কুকুরের ডাকেতে,
হাতি ভায়া ভয় পায়, পড়ে পাছে পাঁকেতে।

হরিণের ভয় বড়, বাঘে যদি ধরে খায়,
মাছগুলো ভয়ে মরে, জালে পাছে আটকায়।

সাপ দেখে ভয় পায় পুকুরের যত ব্যাঙ,
আধো ঘুমে ভূত দেখে বুড়ো দাদু ভাঙে ঠ্যাং।

ছোট খুকি কেঁদে ওঠে, ভাবে জুজু এলো ওই!
ভয়ে ভয়ে খোকা বাবু খোলে অঙ্কের বই।

আলোর সামনে এসে ভূত যত জব্দ,
পাখিগুলো ভয় পায়, হলে জোর শব্দ।

তবে যদি কথা দাও, হবে নাকো পাঁচকান, 
চুপি চুপি কথা তবে, বলি আমি একখান-

ঢের বেশি ভয় পাই, এসবের চাইতে,
ঠান্ডা জলেতে আমি, শীতকালে নাইতে।


অলঙ্করণ : সুস্মিতা কুণ্ডু

No comments:

Post a Comment