চাঁদের দেশে পাহাড়পুরের বদ্যিনাথের পিসি,
চাঁদের থেকে জল আনবেন তাই নিয়েছেন শিশি।
শিশি তো নয় মোবিল রাখার আস্ত একটা ড্রামে,
যেই বলেছি "করবেটা কী লাগবে কীসের কামে?"
রেগে গিয়ে বলেন পিসি "কী হবে তোর জেনে,
পারবি দিতে জল আমাকে চাঁদের থেকে এনে?"
পিসির কাছে আমরা হলাম হতচ্ছাড়ার দল,
চাঁদের দেশে যাবেন শুনেই হচ্ছে কোলাহল।
পিসির ব্যাগে জপের মালা তিলক মাটি আর,
এইটা নিয়েই চাঁদের দেশে হবেন তিনি পার।
ডাকেন তিনি গৌর-নিতাই নিজের দুইটি ছেলে,
বলছে পিসি "ভালো থাকিস যাচ্ছি রে সব ফেলে।"
চাঁদের দেশে পাহাড়পুরের বদ্যিনাথের পিসি,
চাঁদের থেকে জল আনবেন তাই নিয়েছেন শিশি।
অলঙ্করণ : সুকন্যা
No comments:
Post a Comment