ছড়ার ছন্দে : এবার পুজোর দিনে : শংকর দেবনাথ





মানানসই আর নানান রঙের
নকশা করা করা-
আমার তো নেই জামার অভাব।
আলমারিটা ভরা।

কিন্তু মাগো জানোই না গো
পোশাক আছে ক'টা,
কাজের পিসির মেয়ে নিশির
ছেঁড়া ও রঙচটা।

চাই না আমার নিউ জামা আর
এবার পুজোর দিনে,
ওর জন্যই একটি ভালো
পোশাক এনো কিনে।


অলঙ্করণ : সুকন্যা

No comments:

Post a Comment