ছড়ার ছন্দে : এগোয় হাওয়া : মৌসুমী চট্টোপাধ্যায় দাস



সরষে ক্ষেতের পাশ ছাড়িয়ে
উঠছে যেথা ঝিঙের মাচা
বন্ধ হল হাওয়ার নাচা৷

দাঁড়িয়ে হাওয়া ভাবছে মনে
এগোয় এখন কোন্ সে পথে?
পড়লো উঠে শামুক রথে৷

শামুক গতি চলছে হাওয়া,
তাপ বাড়ছে টালির ঘরে,
ভাত চাপবে একটু পরে৷

ঘরখানাকে পাক লাগিয়ে 
খোকার কাঁধে খানিক বসে
দেখল কেমন অঙ্ক কষে৷

ভাবল মনে, "অঙ্কে খাসা!
চিন্তা মায়ের থাকবে না আর",
ভেবেই হাওয়া উড়ল এবার৷

তিনপুকুরের মাঠ পেরিয়ে
গাছের পাতা সব কাঁপিয়ে
এগোয় হাওয়া স্বস্তি দিয়ে৷


অলঙ্করণ : সুকন্যা

No comments:

Post a Comment