ছড়ার ছন্দে : ইচ্ছে আঁকা : রবিনকুমার দাস




আঁকতে আমি শিখে গেছি গাছগাছালি পাখি
আঁকতে আমি পারি নাকো পাখির ডাকাডাকি।

আঁকতে আমি সব শিখেছি পাহাড়-নদী-বন,
আঁকতে আমি শিখিনিকো মানুষগুলোর মন!

আঁকতে আমায় শিখিয়েছিল মা হাত ধরে ধরে,
আঁকতে আমি শিখেছিলাম নেহাতই ভুল করে।

ইচ্ছে মতন এখন আমি আঁকতে সবই পারি-
এমন বন্যা এঁকে দেব, ভাসবে ঘর আর বাড়ি।

আঁকতে পারি এমন পলাশ সত্যি মনে হবে -
ভুল করে ফুল তুলতে গেলে ঠকবে তুমি তবে।

আঁকতে পারি যখন তখন গাছতলার ঐ ছায়া,
আঁকতে আমি পারি নাকো মায়ের স্নেহ মায়া।

হারিয়ে যাওয়া মায়ের ছবি আঁকি নিখুঁত করে 
চেয়ে চেয়ে দেখলে তোমার মনটা যাবে ভরে।

যা খুশি তাই আঁকতে পারি বলবে যখন যেটা,
দুখের ছবি আঁকতে বললে পারব নাকো সেটা।


অলঙ্করণ : স্বর্ণদ্বীপ চৌধুরী

No comments:

Post a Comment